একদিনে ঘুরে আসুন স্বপ্নদ্বীপ চরশিবপুর বাঞ্ছারামপুর Shawapnadip Vromon Guide
ঢাকার আশেপাশে অনেক জায়গায় আছে তবে এই দ্বিপ ঢাকার খুব কাছেই অবস্থিত। প্রকৃতিকে অনেক কাছে থেকে উপভোগ করতে পারবেন কিছু সময়।
কি আছে স্বপ্নদ্বীপে [chorshirp-pur shawapnadip]
অনেক ধরনের রাইড আছে এর মধ্যে রয়েছে বোটিং, কায়াকিং, বাচ্চাদের জন্য রেয়েছে চরকি,ছোট দোলনা,স্লিপার, ঢেকি, প্যাডেল বোট,খাবার এর জন্য রেষ্টুরেন্ট, ও রাতে ক্যাম্পিন করার মতো জায়গা, রাবার বোট, ও নিরাপদে পানিতে নামার জন্য লাইফ জ্যাকেট ও রয়েছে আরো অনেক প্রভৃতি।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট থেকে স্বপ্নদ্বীপে আসা যাওয়ার নৌকা পাওয়া যায়। বা বিশনন্দী ফেরিঘাট থেকে নদী পার হয়ে দেখতে পাবেন স্বপ্নদ্বীপের নিজস্ব বোড আসা যাওয়া খরচ ৫০ টাকা।
স্বপ্নদ্বীপের প্রবেশ ফি ৩০ টাকা। [travel bangladesh]
আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হন, বা ভ্রমন পিপাসু, মন ভরে যাবে এখানে আসলে। একই সাথে দৈনন্দিন জীবনের কোলাহল মুক্ত বন্ধুদের বা আপনজনকে সাথে নিয়ে ভাল একটা সময় কাটানোর জুড়ি নেই স্বপ্নদ্বীপ। যারা ক্যাম্পিং করতে ভালবাসেন তাদের জন্য তাবুতে থাকবার সুযোগ রেয়েছে। সাথে ওয়াশ রূম সুবিধা রেয়েছে । ভিভিন্ন পিকনিক কর্পোরেট অনুষ্ঠান করতে পারবেন।
স্বপ্নদ্বীপ নিয়ে আমার Youtube চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন সার্চ দিন Shahin Documentary ভিডিওটি পেয়ে যাবেন।
0 Comments
Do not share any link