গোপালদী জমিদার বাড়ি নারায়ণগঞ্জ
![]() |
(Gopaldi jomidar bari) গোপালদী জমিদার বাংলাদেশে অনেক জমিদার বাড়ি রয়েছে এর মধ্যে এটি একটি জমিদার বাড়ি। অনেক জমিদারবাড়ি বিলীন হয়ে যাচ্ছে।এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে। গোপালদী জমিদার বাড়ি সম্পর্কে আজকে আপনাদের কিছু তথ্য জানাবো।
জমিদার বাড়িতে এক সময় জমিদার থাকলেও এখন থাকে কিছু সাধারণ মানুষ । কিছু কিছু ঘর ভেঙ্গে গিয়েছে। যে গুলো ভালো, সেগুলোও যে কোন সময়ই ভেঙ্গে পড়বে। ঘর গুলোতে বর্তমানে কিছু হিন্দু পরিবার ভাড়া থাকেন।মালিক অন্য কেউ এই বাড়ি গুলোতে কিভাবে এরা থাকে জানি না। [Zamindar Palace Nnarayanganj]
(Gopaldi jomedar bari Bangladesh) প্রায় একশত বছর আগে এই গোপালদী জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। এই জমিদার বাড়িটি আবার সদাসদী জমিদার বাড়ি নামেও বেশ পরিচিত।
Historical place in bangladeshএই গোপালদী এলাকায় তিন জন জমিদার ছিলেন আর ৩ জন ছিলেন ৩ বংশের। জমিদার বংশগুলো - সর্দার, তেলি ও ভূঁঞা। এই ৩ বংশের জমিদারের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন সর্দার বংশধররা।
সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার। আর তারা ছিলেন ৩ ভাই। জমিদার শ্রী প্রসন্ন কুমার সর্দারের এক ভাইয়ের নাম ছিলো মরিন্দ্র কুমার সর্দার আর অন্য ভাইয়ের নাম ছিলো শ্রী গোপাল চন্দ্র সর্দার। আর গোপাল চন্দ্রের নাম অনুসরন করেই এই এলাকার নাম হয় গোপালদী।
(old historical place in bangladesh)৩টি জমিদার মধ্যে আরেকটি বাড়ির হলো ভূঁঞা জমিদার বাড়ি ভূঁঞা জমিদাররা ছিলেন দুই ভাই। হরিচন্দ্র ভূঁঞা ও কানাইচন্দ্র ভূঁঞা এবং এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন জগবন্ধু জমিদার।
জমিদার বাড়িতে কি কি ছিলো।
জমিদার বাড়িটি দোতালা এবং কারুকার্যখচিত। যা ১০১ কক্ষবিশিষ্ট । বাড়িটির সামনে একটি বড় উঠান। উঠানের ৩ দিকে আরো ৩টি বাড়ি রেয়েছে। এখানে একটি বিশাল বড় পুকুর আছে এবং এখানে ৩টি শানবাঁধানো ঘাট আছে এখন ও এলাকার মানুষ এখানে গোসল করে। এই ঘাটগুলোর একটিতে পুরুষ, অন্যটিতে মেয়েরা গোসল করত। ঘাটের সিঁড়িগুলো এখনো রয়েছে যা এখন প্রায় ধ্বংসের মুখে।
কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে।
ঢাকা সায়দাবাদ থেকে অভিলাস পরিবহন বাস চলাচল করে গোপালদীর উদ্দেশ্যে। ভাড়া ৭০/৮০- টাকা। গুলিস্তান থেকে বিআরটিসি বাস করে বিশনন্দী ফেরিঘাট এর বাস পাবেন নেমে পরবেন রামচন্দ্রদি বাস সট্যন্ড ভাড়া ১১০ টাকা রামচন্দ্রদি থেকে অটো দিয়ে চলে যাবেন গোপালদী জমিদার বাড়ি ভাড়া ২০৳।
এই জমিদার বাড়ি নিয়ে ইউটিউবে আমার ভিডিও আছে দেখে আসতে পারেন। গোপালদী জমিদার বাড়ি লিখে সার্চ করলে ভিডিওটি পেয়ে যাবেন।
অথবা সায়দাবাদ থেকে আসতে পারেন। অভিলাস বাসে করে আড়াইহাজার থেকে সিএনজিযোগে চলে আসবেন গোপালদী এরপর অটো দিয়ে সাদাসদি জমিদার বাড়ি ।
কলাবাগান থেকে মেঘলা পরিবহন বাস ছাড়ে ভুলতা বা গাউছিয়া। ভাড়া ৭০৳ টাকা। গাউছিয়া নেমে একটু সামনে যেয়ে দেখতে পাবেন লোকাল সিএনজি আড়াইহাজার বাজার ভাড়া ৩০/-টাকা। আড়াইহাজার থেকে সিএনজিতে গোপালদী, ভাড়া ২৫/-টাকা।
কুড়িল ফ্লাইওভারে ৩০০ফিট ক্রসিং থেকে লোকাল টেক্সিতে গাউছিয়া। ভাড়া ১০০৳ টাকা। গাউছিয়া নেমে একটু সামনে যেয়ে লোকাল সিএনজিতে আড়াইহাজার বাজার ভাড়া ৩০/-টাকা। আড়াইহাজার থেকে সিএনজিতে গোপালদী, ভাড়া ২৫/-টাকা। গোপালদী থেকে হাটতে হাটতে বা রিকশা বা অটো দিয়ে চলে যেতে পারবেন এই জমিদার বাড়িতে।
0 Comments
Do not share any link