বাংলাদেশ জাতীয় জাদুঘর জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে পিজি হাসপাতাল রমনা পার্ক ও চারুকলা ইন্সটিটিউটের পাশে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর।

(Bangladesh National Museum of Dhaka) এই ৪ তলা ভবনের স্থাপত্য নকশা অত্যন্ত সুন্দর এবং নজরকাড়া।
বিশ হাজার বর্গমিটারের ভবনটিতে রয়েছে ৪৫টি গ্যালারিত এই গ্যালারিতে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন রেয়েছে যা। কেবল বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় জাদুঘর।
চলুন যেনে আসি এই জাতীয় জাদুঘরে কি কি আছে।
জাদুঘরের প্রবেশ করতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য। প্রথম তলাতে পুরো বাংলাদেশের একটি ছোট্ট সংস্করণ করা আছে। যা বাংলাদেশের মানচিত্র দিয়ে শুরু। এই তলাতে আরো দেখতে পাবেন বাংলাদেশের গাছপালা পষু প্রাণী ও সুন্দরবন সবই কৃতিম। উপজাতীদের জীবনধারা ও খনিজ শিলা, ভাস্কর্য, মুদ্রা এবং প্রাচীন যুগের নানাবিধি ভাস্কর্যের যা দেখে খুবই আনন্দিত হবেন ।

[National museum of bangladesh Shahabag Dhaka]
ভবনটির ২য় তলায় দেখতে পাবেন বাংলাদেশের সভ্যতা ও ইতিহাসের ক্রমবিবর্তন। বিভিন্ন সময়ের অস্ত্র, বাদ্যযন্ত্র, চিনা মাটির হস্তশিল্প, কুটিরশিল্প, সমকালীন শিল্পকলা এবং বাংলাদেশের নানাবিধ ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে এই ২য় তলা।
তৃতীয় তলায় রয়েছে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির নানান চিত্রকর্ম প্রতিকৃতি ও বিশ্বসভ্যতার নানান নিদর্শন।
চতুর্থ তলায় সজ্জিত রয়েছে, বিশ্ব মনীষীদের প্রতিকৃতি, বিশ্ব শিল্পকলা,ও বিশ্ব সভ্যতা প্রভৃতি ইত্যাদি।
এ ছাড়া রয়েছে জাদুঘরে রয়েছে মিলনায়তন, যা বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়,বা সেমিনার সভার কাজে ব্যবহার করা হয়।
চলুন জেনে নেই জাতীয় জাদুঘর এর সময়সূচী
সাপ্তাহিক বন্ধ প্রতি বৃহস্পতিবার।
শুক্রবার- বিকেল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে। শনিবার ও বুধবার: সকাল ১০.৩০- বিকাল ০৫.৩০ পর্যন্ত খোলা থাকে।
(রমযান মাস)
শনিবার-বুধবার: সকাল ০৯.০০- বিকাল ০৩.০০ পর্যন্ত।
ভবনটির ২য় তলায় দেখতে পাবেন বাংলাদেশের সভ্যতা ও ইতিহাসের ক্রমবিবর্তন। বিভিন্ন সময়ের অস্ত্র, বাদ্যযন্ত্র, চিনা মাটির হস্তশিল্প, কুটিরশিল্প, সমকালীন শিল্পকলা এবং বাংলাদেশের নানাবিধ ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে এই ২য় তলা।
তৃতীয় তলায় রয়েছে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির নানান চিত্রকর্ম প্রতিকৃতি ও বিশ্বসভ্যতার নানান নিদর্শন।
চতুর্থ তলায় সজ্জিত রয়েছে, বিশ্ব মনীষীদের প্রতিকৃতি, বিশ্ব শিল্পকলা,ও বিশ্ব সভ্যতা প্রভৃতি ইত্যাদি।
এ ছাড়া রয়েছে জাদুঘরে রয়েছে মিলনায়তন, যা বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়,বা সেমিনার সভার কাজে ব্যবহার করা হয়।
চলুন জেনে নেই জাতীয় জাদুঘর এর সময়সূচী
সাপ্তাহিক বন্ধ প্রতি বৃহস্পতিবার।
শুক্রবার- বিকেল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে। শনিবার ও বুধবার: সকাল ১০.৩০- বিকাল ০৫.৩০ পর্যন্ত খোলা থাকে।
(রমযান মাস)
শনিবার-বুধবার: সকাল ০৯.০০- বিকাল ০৩.০০ পর্যন্ত।

এছাড়া সময় কাল মাস বেধে সময় সূচী পরিবর্তন হতে পারে। সরকারি ছুটির দিন বন্ধ থাকে জদুঘর।
জাতীয় জাদুঘরের প্রবেশ ফি।
বাংলাদেশী নাগরিক এর জন্য ২০৳ টাকা।
০৩ থেকে ১২ বছর বাচ্চাদের জন্য: ১০৳ টাকা।
সার্কভুক্ত দেশের নাগরিক এর জন্য : ৩০০৳ টাকা।
অন্যান্য দেশের নাগরিক এর জন্য: ৫০০ ৳টাকা।
টিকেট কোথায় পাবেন।
জাতীয় জাদুঘরের প্রবেশ ফি।
বাংলাদেশী নাগরিক এর জন্য ২০৳ টাকা।
০৩ থেকে ১২ বছর বাচ্চাদের জন্য: ১০৳ টাকা।
সার্কভুক্ত দেশের নাগরিক এর জন্য : ৩০০৳ টাকা।
অন্যান্য দেশের নাগরিক এর জন্য: ৫০০ ৳টাকা।
টিকেট কোথায় পাবেন।
এখন আর কাউন্টারে টিকিট কাটা যাবে না। বর্তামানে টিকেট কাউন্টার বন্ধ। কোভিট ১৯ এর কারনে অনলাইনে টিকেট কাটতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
জাতীয় জাদুঘরের ওয়েব সাইট থেকে সরাসরি টিকেট কাটা যাবে। প্রবেশ এর আগে অবশ্যই বাধ্যতামূলকভাবে মাস্ক পরে যাবেন।
জাতীয় জাদুঘরের ওয়েব সাইট থেকে সরাসরি টিকেট কাটা যাবে। প্রবেশ এর আগে অবশ্যই বাধ্যতামূলকভাবে মাস্ক পরে যাবেন।
0 Comments
Do not share any link