Ticker

6/recent/ticker-posts

মেঘনার বেড়িবাঁধ থেকে ঘুরে আসুন Meghna nodi nouka vromon new video Narsingdi new tourist places

 মেঘনার বেড়িবাঁধ নরসিংদী উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরান চর কদমতলা আশ্রম সংলগ্ন থেকে শুরু এই বেড়িবাঁধ, এখানে বেশ কিছু এলাকায় রয়েছে বর্ষাকাল আসলেই মেঘনার তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হতো। বেড়িবাঁধ নির্মাণ হবার পরে এখন সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে।

[Narsingdi new tourist places]
এই বেড়িবাঁধ এর সাথে রয়েছে অনেক গ্রাম, বানিয়ারচর, দড়িচর, চরভাসানিয়া, আরো অনেক গ্রাম।

বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ এখন ও চলমান রয়েছে।


বেড়িবাঁধ ও মেঘনায় নদির পানি দেখতে ভ্রমণ পিপাসু মানুষের উপছে পড়া ভিড় লেগেই থাকে। সরকারি চুটি বা ভিভিন্ন বন্ধের দিন ছাড়াও প্রতিদিন বাড়ছে মানুষের সমাগম। শিশু কিশোর, তরুণ, তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ নানান-পেশার মানুষ, ভিভিন্ন পর্যটন স্পট বন্ধ থাকায় বিনোদনের আশায় ছুটে আসছেন বেড়িবাঁধে। [meghna nodi nouka vromon]

পাসেই রয়েছে কদমতলা আশ্রম এখানে ও হিন্দু মুসলিম ঘুরতে আসে।
[Couple Travel place in Narsingdi]

এই বেড়িবাঁধ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন : Shahin Documentary লিখে সার্চ দিন ভিডিওটি পেয়ে যাবেন, বা মেঘনার বেড়িবাঁধ লিখলেও ভিডিওটি দেখতে পাবেন।

Post a Comment

0 Comments