প্রিয়জন নিয়ে সময় কাটাতে চান? চলে আসুন মেঘনা কফি হাউজ Bancharampur Couple restaurant in Brahmanbaria
![]() |
[Bangladeshi Nature Place]
মানুষের দৈনিক ও মৌলিক চাহিদার তালিকায় প্রথমে রয়েছে খাবার। তাই খাবারের প্রতি মানুষের আগ্রহ তুলনামূলকভাবে বেশিই হচ্ছে । ছোট-বড় সবার খাবারের প্রতি রয়েছে ভিন্ন পছন্দ, তাই সব রেষ্টুরেন্ট এ ছোটদের জন্য ভিভিন্ন খাবার রাখা হয়েছে । বর্তমানে রেষ্টুরেন্ট এর চাহিদার ওপর ভিত্তি করে রেস্টুরেন্ট ব্যবসা এখন উদরপূর্তির পাশাপাশি বেড়ানো ও বিনোদনের স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠতেছে।
[Bancharampur ferry ghat]
এই মেঘনা কফি হাইজে ভিভিন্ন দিবস উদ্যাপন ছাড়াও পারিবারিক অনুষ্ঠান পালন ও নানান আয়োজন করা হয়। এমন পরিবেশে চলে আসুন পরিবার-পরিজন নিয়ে এই ধরনের কফি হাউজ বা রেস্টুরেন্টে ভিন্ন স্বাদের খাবার খেতে যারা পছন্দ করেন । প্রতিদিন এসব এই কফি হাউজে নানা বয়সী নারী-পুরুষের সমাগম হয়। প্রতিদিন মেঘনা কফি হাউজে ভিড় লেগেই থাকে। বাঞ্ছারামপুর থানায় আরো অনেক কফি হাউজ রয়েছে।
মেঘনা কফি হাইজে খাবার
চাইনিজ আইটেম এবং চটপটি ফুচকা আইসক্রিম অারো নানান খাবার পাওয়া যায়।
এখানে রয়েছে বাচ্চাদের জন্য নাগর দোলা,ও চরকি, [Bancharampur upazila]
চরকির জন্য কোন টাকা নেওয়া হয় না, তবে ঈদ এর সময় ১০ টাকা করে নেওয়া হয়। এবং নাগর দোলার জন্য ২০ টাকা করে নেওয়া হয়। বলতে গেলে একটা গ্রমিন মেলা এই মেঘনা কফি হাউজটি।
কিভাবে আসবেন
বাঞ্ছারামপুর সদর থেকে যদি আসেন কড়িকান্দি ফেরিঘাট হাটতে হাটতে চলে আসতে পারবেন।
ঢাকা থেকে যদি আসেন, যেকনো স্থান থেকে বিশনন্দী ফেরিঘাট চলে আসুন, নদি পার হয়ে কড়িকান্দি হয়ে চলে আসুন এই মেঘনা কফি হাউজ।
0 Comments
Do not share any link